আরও তিন ‘কাদম্বিনী’
খনা কিংবা লীলাবতীর যুগ পেরিয়ে এতদিন কেটে গেলেও ভারতীয় অথবা বাঙালী নারীদের কাউকেই তো তেমন ভাবে এই ধারাবাহিকের পাতায় তুলে আনতে পারিনি। কাদম্বিনীকে দিয়ে যখন, সেই শূন্যতার বিপরীতে সামান্য বালির বাঁধটুকুও দেওয়ার চেষ্টা করলাম তখন সেই কাদম্বিনীর পাশে পাশেই এসে দাঁড়ালেন আরও তিন মহীয়সী। এ্যানি জগন্নাথন, রূপাবাই ফার্দুনজী, আনন্দীবাই গোপালরাও যোশী। সময়কাল মোটামুটি ভাবে সকলেরই এক, কেবল দীর্ঘায়ুর দিক থেকে অনেকটা বেশী সময় পেয়েছেন কাদম্বিনী। আজ তাঁদের গল্প। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২১)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 26 July, 2021 | 866 | Tags : Anne Jagannathan Rupa Bai Furdoonji Anandibai Gopalrao Joshi Hyderabad Chloroform Commission Womens’ College of Medicine Pennsylvania Series on Female Scientists